* কার্যক্রম:

* কার্যক্ষত্রে: কার্যক্রম সমগ্র বাংলাদশে।

* প্রতিষ্ঠা সন: জানুয়ারী 2021 সন হতে শুরু।

* লক্ষ্য ও উদ্দশ্যে:

০১। প্রত্যকে মুসলমান এবং তাদের সন্তানদেরকে বিশুদ্ধ কুরআন, ইসলামী দ্বীনি তাহযীব, তামাদ্দুন সম্পর্কে শিক্ষা দেওয়া।

০২। সঠিক আক্বীদা এবং দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার করা।

০৩। কুরআন-হাদীস, মাসায়লে এবং যুগোপযুগী বাংলা, গণিত, ইংরেজী শিক্ষার ব্যবস্থা করা।

       * বৈশিষ্ট্য:

* ক্যাডেট সিস্টেমে পরিচালিত।

* ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়।

* শুদ্ধ উচ্চারণ ও গুড ম্যানার চর্চা।

* অমনোযোগী ও দুর্বল শিশুদের বিশেষ কেয়ার।

* আরবী ও ইংরেজীসহ মৌলিক বিষয়ে ভিত্তি মজবুত করা।

* নিরাপদ ও মনোরম ক্যাম্পাস।

* সুন্দর হাতের লেখার নিশ্চয়তা।

* তাজভিদ ভিত্তিক বিশুদ্ধ উচ্চারণ।